ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

ভক্তদের নতুন সুখবর দিলেন মিথিলা!

২০২৩ আগস্ট ২৬ ১২:১২:৫১
ভক্তদের নতুন সুখবর দিলেন মিথিলা!

বিনোদন ডেস্ক : অভিনয় জগতে মিথিলা বরাবরই সফল। টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে শুরু করে কলকাতার সিনেমায় নায়িকা হিসেবে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার বাংলাদেশের চলচ্চিত্রে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।

বৃহস্পতিবার ( ২৪ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে এমনই সুবর জানিয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রীর ফেসবুক স্ট্যাটাসের থেকে জানা যায়, মিথিলা অভিনীত ঢালিউডের নতুন এ সিনেমার নাম 'জলে জ্বলে তারা'। অরুণ চৌধুরী পরিচালিত, অনুদানের এ সিনেমা সম্প্রতি সেন্সর পেয়েছে। সেন্সর পাওয়া সে সিনেমার সনদপত্রের একটি ছবিও পোস্ট করেছেন মিথিলা।

সিনেমাটি সেন্সর পাওয়ায় বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন মিথিলা। পাশাপাশি ‘জলে জ্বলে তারা’-র সমস্ত শিল্পী, কলাকুশলীদের প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। 'জলে জ্বলে তারা' সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিথিলাকে।

সিনেমাটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। মাত্র ১৬ দিনের শুটিংয়ে নির্মিত হয়েছে এ সিনেমাটি। সিনেমায় মিথিলার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈমকে।

এছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম প্রমুখ। সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তারও আভাস দিয়েছেন মিথিলা।

ফেসবুক পোস্টে মিথিলা লিখেছেন, খুব তাড়াতাড়ি রিলিজের তারিখ ঘোষণা করা হবে। দর্শকের ভালোবাসার অপেক্ষায় ‘জলে জ্বলে তারা’।

শেয়ারনিউজ, ২৬ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে