ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

শ্রীলংকা থেকে ৫ কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ

২০২৩ আগস্ট ২১ ১৯:২৫:৪৭
শ্রীলংকা থেকে ৫ কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কা আর্থিক সংকটে পড়লে ২০ কোটি ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ। সেই ঋণের প্রথম কিস্তি ৫ ৫ কোটি ডলার ফেরত দিয়েছে দেশটি।

আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি পরিশোধ করার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

তিনি বলেন, শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের প্রথম কিস্তি আমরা পেয়েছি। আগামী ৩০ আগস্ট আরও একটি কিস্তি দেশটি পরিশোধ করার কথা রয়েছে। আর চলতি বছরের মধ্যেই ঋণের পুরো ২০ কোটি ডলার দেশটি পরিশোধ করবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালের সেপ্টেম্বরে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ।

এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাস করে দু’দফা চলতি বছরের মার্চ পর্যন্ত বাড়ানো হয়। পরে আরও ৬ মাস বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয় দেশটিকে।

ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশ। সে সুদ নিয়মিত পরিশোধ করেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়।

শেয়ারনিউজ, ২১ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে