ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবার মার্কিন নায়িকার সঙ্গে দেখা যাবে শাকিবকে

২০২৩ আগস্ট ১৫ ১২:১৩:৫৬
এবার মার্কিন নায়িকার সঙ্গে দেখা যাবে শাকিবকে

বিনোদন ডেস্ক : এবারের ঈদুল আজহায় মুক্তি পায় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। দেশ-বিদেশে এখনো ব্যবসা করে যাচ্ছে ছবিটি। এর মধ্যেই জানা গেল শাকিবের পরের সিনেমার কথা।

২০২২ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে অনুষ্ঠিত হয় ‘রাজকুমার’ সিনেমার মহরত। এতে শাকিবের নায়িকা হিসেবে আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ছবিটির পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনা করবেন আরশাদ আদনান। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। ২০২৪ সালে রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে নির্মাতাদের।

প্রযোজক আরশাদ জানান, মিষ্টি এক প্রেমের গল্প ‘রাজকুমার’, যেখানে গল্পের নায়ক হলেন একজন গ্রামের ছেলে। অনেক কষ্ট করে আমেরিকা যাবে সে। সেখানে এক আমেরিকান সুন্দরী মেয়ের বাড়িতে ভাড়া থাকবে। তারপরই কাহিনির বাঁকে এগিয়ে যাবে তাদের প্রেম।

‘প্রিয়তমা’র পর ‘রাজকুমার’ সিনেমার মধ্য দিয়ে আরও একবার দর্শকদের চমক উপহার দিতে চান শাকিব-হিমেল-আদনান ত্রয়ী। পরিচালনা ছাড়াও ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হিমেল আশরাফ।

শেয়ারনিউজ, ১৫ আগস্ট ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে