ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

আলহাজ্ব টেক্সটাইলের এমডির মিথ্যা তথ্য, ব্যবস্থা নিবে বিএসইসি

২০২৩ আগস্ট ১৪ ১১:২৯:১৮
আলহাজ্ব টেক্সটাইলের এমডির মিথ্যা তথ্য, ব্যবস্থা নিবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ বখতেরিয়ার রহমান প্রতিষ্ঠানটি সম্পর্কে স্টক এক্সচেঞ্জকে মিথ্যা তথ্য দিয়েছেন। এজন্য প্রতিষ্ঠানটির এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সাম্প্রতিক কমিশন সভায় আলহাজ্ব টেক্সটাইল সম্পর্কে কোম্পানির এমডি কর্তৃক স্টক এক্সচেঞ্জকে প্রেরিত তথ্য নিয়ে আলোচনা করা হয়। আলোচনাশেষে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, তথ্য যাচাই-বাছাই না করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির বোর্ড সংস্কার সম্পর্কে মিথ্যা তথ্য পোস্ট করার জন্য দায়ী ডিএসই কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বখতিয়ার রহমান কোম্পানিটির পরিচালক নন এমন একজন অননুমোদিত ব্যক্তির উপস্থিতিতে কোম্পানির অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নিয়ে আলোচনা করেন। এরপর তিনি স্টক এক্সচেঞ্জকে কোম্পানির বোর্ড মিটিং সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেন। যার মাধ্যমে কোম্পানির শেয়ারহোল্ডারদের বিভ্রান্ত করা হয়েছে।

এছাড়া, স্টক এক্সচেঞ্জকে কোম্পানির মাসিক শেয়ার ধারণ বিষয়ে তিনি মিথ্যা তথ্য প্রদান করেছেন। শেয়ার ধারণের মাসিক তথ্য যেখানে কোম্পানির সচিব স্বাক্ষর করার করা কথা, সেখানে তিনি নিজে স্বাক্ষর করেছেন।

এর আগে কমিশন কোম্পানিটির চেয়ারম্যান খন্দকার কামালুজ্জামানসহ পাঁচ স্বতন্ত্র পরিচালকের মধ্যে তিনজনকে অপসারণ করেছে। অপসারিত অপর দুই স্বতন্ত্র পরিচালক হলেন এমডি জিকরুল হক ও এএফএম আবদুল মঈন।

এরপর বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান এবং নোভারটিস বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ফাহমিদ ওয়াসিক আলীকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য দুই স্বাধীন পরিচালক - বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের সিনিয়র ফ্যাকাল্টি সদস্য মোঃ সেলিম এবং ঢাকা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফাইন্যান্স ড. মুহাম্মদ সাইফুদ্দিন খান - কোম্পানিটিকে ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য দায়িত্ব নিয়ে বোর্ডে রাখেন।

শেয়ারনিউজ, ১৪ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে