ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৬ জানুয়ারি ২৯ ১৮:১২:১৩
গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র সংগীতভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর সংক্রান্ত নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান আবেদন দুটি করেন।

আবেদনে বলা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে এবং এ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এই অবস্থায় তিনি বিদেশে গেলে অনুসন্ধান ও বিচার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।

আরেক আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে তাপসের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য সংগ্রহে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়। অধিকাংশ দপ্তর থেকে জবাব পাওয়া গেলেও সন্দেহভাজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সরবরাহ করেনি। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি জব্দের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

উল্লেখ্য, সঙ্গীত সুরকার, প্রযোজক ও কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপসের উদ্যোগে দেশি ও বিদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘গান বাংলার’ আন্তর্জাতিক সংগীত প্রকল্প ‘উইন্ড অব চেঞ্জ’ দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে