ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Sharenews24

১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি টাকা জরিমানা

২০২৫ নভেম্বর ০৭ ১৫:৩১:২৮
১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারদর কারসাজি এবং ভুয়া তথ্য ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ১২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে মোট ১২ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করেছে।

বিএসইসির এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ গত মাসে এ সংক্রান্ত আদেশ জারি করেছে। জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তে দেখা গেছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোনালী পেপারের শেয়ারদর মাত্র এক মাসে ৫৪৪.৭০ টাকা থেকে বেড়ে ৯৫৭.৭০ টাকায় পৌঁছে। এ অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে শেয়ারদর কারসাজি করে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করা হয়।

ফলস্বরূপ, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে জেনেক্স ইনফোসিস লিমিটেড, ওরাকল সার্ভিসেস লিমিটেডের পরিচালক ও অন্যান্য ব্যক্তি প্রত্যেকে ১ কোটি ৩ লাখ টাকা করে জরিমানা পায়, যা মোট ৮ কোটি ২৪ লাখ টাকা হয়।

এছাড়া, এমএস তাহসিন এন্টারপ্রাইজ ও হাজি আহমাদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে অনুমতি ছাড়া বড় লেনদেন, স্বাক্ষর নকল ও তথ্য গোপন করার অভিযোগে জরিমানা করা হয়েছে। এতে এমডি রাকিব মো. ফখরুল ২ কোটি টাকা, ট্রেড ও অপারেশন-প্রধান অমল কৃষ্ণ সাহা ১ লাখ টাকা, আর্থিক ও হিসাব বিভাগের ম্যানেজার মো. নকিবুল ইসলাম ১ লাখ টাকা এবং চট্টগ্রাম শাখা ম্যানেজার এজাজ ১ লাখ টাকা জরিমানা পেয়েছেন।

বিএসইসি জানিয়েছে, এ ধরনের লেনদেন প্রতিহত করার জন্য তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে