ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Sharenews24

মনোনয়ন না পাওয়ায় ক্ষেপেছেন বিএনপি নেত্রী পাপিয়া

২০২৫ নভেম্বর ০৭ ১১:১১:২৫
মনোনয়ন না পাওয়ায় ক্ষেপেছেন বিএনপি নেত্রী পাপিয়া

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে এই তালিকায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, রুমিণ ফারহানাসহ এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার মতো বেশ কয়েকজন "হেভিওয়েট" নেতা-নেত্রীর নাম বাদ পড়েছে। এই মনোনয়ন বঞ্চিতদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও দলের অভ্যন্তরে চলছে নানা আলোচনা-সমালোচনা।

মনোনয়ন বঞ্চিত হয়ে মুখ খুলেছেন অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়া। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এতগুলো সময় দলের জন্য শ্রম দিয়েছি, এখন মনে হচ্ছে সে সব ভুল ছিল।" তিনি তার রাজনৈতিক জীবনকে "অকাল মৃত্যু" বলে আখ্যায়িত করেন এবং জানান, এ থেকে উত্তরণের আর কোনো সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন, "আস্তে আস্তে দলীয় কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার" কথা বলার পর পার্টি এখন তাকে "অমুকের স্ত্রী" এবং "পারিবারিক কোটায় পড়ে যাওয়া" বলে মন্তব্য করছে। পাপিয়া প্রশ্ন তোলেন যে, স্বামী এক দলের এবং স্ত্রী অন্য দলের হলে দল তা কীভাবে দেখবে এবং এটি এলাউ করবে কিনা। তার মতে, এই মনোনয়ন না পাওয়া স্বাভাবিকভাবেই তার অন্তরে ক্ষরণ সৃষ্টি করেছে, যা পার্টির জন্য অশুভ এবং এর ফলে পার্টি বিপর্যস্ত হবে। তিনি দাবি করেন, তার সঙ্গে যা হয়েছে, তা দলের কর্মী তৈরির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি করল।

আসিফা আশরাফী পাপিয়ার স্বামী, সাবেক সংসদ সদস্য হারুন-উর-রশিদ, এবার চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে মনোনয়ন পেয়েছেন। এর আগেও তিনি এই আসন থেকে কয়েকবার নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদে রয়েছেন। দলের এই বিশেষ নীতির কারণে, অর্থাৎ এক পরিবার থেকে দু'জনের বেশি মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তের কারণে, পাপিয়া মনোনয়ন পাননি। তবে তিনি এই সিদ্ধান্তকে অন্যায় বলে আখ্যায়িত করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের শীর্ষ নেতৃত্ব এবার নতুন মুখ ও তরুণদের সুযোগ দিতে চেয়েছেন এবং একই পরিবার থেকে একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার নীতি গ্রহণ করেছেন, যা কিছু সিনিয়র নেতা-নেত্রীর মনোনয়ন বাতিলের কারণ হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে