ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Sharenews24

৮৩ কোটি টাকার অপপ্রচার নিয়ে মুখ খুলল ঐকমত্য কমিশন

২০২৫ নভেম্বর ০৭ ১০:৫১:৫০
৮৩ কোটি টাকার অপপ্রচার নিয়ে মুখ খুলল ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের ‘আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা’ ব্যয়ের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাচার বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, সম্প্রতি একটি মহল সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে যে জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন খাতে ৮৩ কোটি টাকা ব্যয় করেছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং পরিকল্পিত প্রোপাগান্ডা।

পোস্টে আরও বলা হয়, অপপ্রচারকারীরা কমিশনের কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করেনি এবং যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেনি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তথ্যানুযায়ী, ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে জাতীয় ঐকমত্য কমিশনের মোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর মধ্যে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১২৬ টাকা, যা মোট বরাদ্দের ২৩.৪৬ শতাংশ।

কমিশনের মোট বাজেটের মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল ৬৩ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা।

পোস্টে বলা হয়, এই খাতের বড় অংশ ব্যয় হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, বৈঠক ও কমিশনের বিভিন্ন সভায় অংশগ্রহণকারীদের আপ্যায়নে।

প্রথম ধাপে (২০ মার্চ থেকে ১৯ মে ২০২৫ পর্যন্ত) ৪৪টি বৈঠকে ব্যয় হয় ৪ লাখ ৯১ হাজার টাকা।দ্বিতীয় ধাপে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ২৩টি সভায় ব্যয় হয় ২৮ লাখ ৮৩ হাজার ১০০ টাকা।তৃতীয় ধাপে ৭টি বৈঠকে ৩০ দলের প্রতিনিধিদের আপ্যায়নে ব্যয় হয় ৭ লাখ ৮ হাজার ৬০০ টাকা।

এছাড়া কমিশনের নিজস্ব ৫০টি সভায় ব্যয় হয়েছে ১ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং নাগরিক সমাজ, পেশাজীবী, সাংবাদিক ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকসহ ১৩টি অনুষ্ঠানে ব্যয় হয়েছে ২ লাখ ৩৪০ টাকা।

বিশেষজ্ঞদের সঙ্গে ১৪টি বৈঠকে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ৩০ হাজার ৯৬০ টাকা; তবে তারা কোনো সম্মানী গ্রহণ করেননি। পাশাপাশি গত ৯ মাসে অতিথি আপ্যায়নে ব্যয় হয়েছে ২ লাখ টাকা, যার আওতায় বিদেশি কূটনীতিক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও অন্যান্য অতিথিকে আপ্যায়ন করা হয়।

পোস্টে বলা হয়, “উপরের বিস্তারিত তথ্য থেকেই স্পষ্ট, ৮৩ কোটি টাকার ব্যয়ের দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এটি জাতীয় ঐকমত্য কমিশনকে হেয় করার একটি সংগঠিত অপচেষ্টা।”

কমিশন আশা প্রকাশ করেছে যে, যারা এই বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন তারা ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করবেন। একই সঙ্গে দায়িত্বশীল গণমাধ্যম যেন সঠিক তথ্য তুলে ধরে জনগণকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করে—সে আহ্বান জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে