ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Sharenews24

দু’দলকেই সমান বার্তা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০২৫ নভেম্বর ০৭ ১০:৪৪:০৩
দু’দলকেই সমান বার্তা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাজনৈতিক সংস্কার ও বিচার প্রক্রিয়া বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি বা জামায়াত—যে কারও সঙ্গে জোট গঠন করা সম্ভব।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন সময় পার করছে। এমন অবস্থায় যদি বিএনপি ও জামায়াত সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐক্যমতে পৌঁছায় এবং ভবিষ্যতে তা বাস্তবায়নের অঙ্গীকার করে, তাহলে আমরা তাদের সঙ্গে জোট গঠনে আগ্রহী হবো।”

তিনি আরও বলেন, “তবে আমাদের দাবি অনুযায়ী বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত পূরণ না হলে এনসিপি কোনো জোটে যাবে না।”

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে মুক্তিযোদ্ধা ও নিম্ন আয়ের প্রার্থীদের জন্য তা দুই হাজার টাকা রাখা হয়েছে।

নাসীরুদ্দীন আরও জানান, ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন যাচাই-বাছাই চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে