ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে মির্জা ফখরুলকে ফোন দিলেন ডা. তাহের

২০২৫ নভেম্বর ০৭ ১০:৩১:১২
যে কারণে মির্জা ফখরুলকে ফোন দিলেন ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডা. তাহের বলেন, “কয়েক দিন আগে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি সংলাপের আহ্বান জানিয়েছিলাম। উপদেষ্টা পরিষদ সেই আহ্বান অনুমোদন করেছে এবং দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আজ আমি বিএনপির মহাসচিবকে ফোন করে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছি। তিনি ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন এবং জানিয়েছেন, দলের সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে পরামর্শ করে আমাদের জানাবেন।”

ডা. তাহের আরও জানান, একই দিনে জামায়াতে ইসলামী ছাড়াও এনসিপি, এবি পার্টিসহ আরও নয়টি রাজনৈতিক দল আলোচনার সময় চেয়ে যোগাযোগ করেছে।

তিনি বলেন, “আমরা চেষ্টা করছি দেশের বর্তমান রাজনৈতিক সংকটটি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কি না। পরিস্থিতি স্বাভাবিক হলে সব দলই নির্বাচনের প্রস্তুতিতে নামবে। তখন আসন বণ্টন ও সমঝোতা নিয়ে আলোচনা শুরু হবে।”

আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনার উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে