ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নারীকে যে মেসেজ পাঠিয়ে সাসপেন্ড হলেন কনস্টেবল

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১০:৩২:০৬
নারীকে যে মেসেজ পাঠিয়ে সাসপেন্ড হলেন কনস্টেবল

নিজস্ব প্রতিবেদক : এক ডিজিটাল ক্রিয়েটরকে অনলাইনে হয়রানির অভিযোগে ভারতের গুরগাঁওয়ে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি পিসিআর (পুলিশ কন্ট্রোল রুম) ডিউটির সময় এক নারীর গাড়ির নম্বর ব্যবহার করে তার ব্যক্তিগত তথ্য খুঁজে বের করেন এবং ইনস্টাগ্রামে তাকে বার্তা পাঠান।

ঘটনা ঘটে ১৪ সেপ্টেম্বর, গুরগাঁওয়ের আরডি সিটি এলাকায়। কনস্টেবল কর্তব্যরত অবস্থায় একটি সাদা টাটা পাঞ্চ গাড়িতে থাকা ওই নারীকে দেখে আকৃষ্ট হন। এরপর সরকারি তথ্যভাণ্ডার ব্যবহার করে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে তিনি নারীটির নাম ও সামাজিক মাধ্যমের প্রোফাইল খুঁজে বের করেন।

একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি মন্তব্য করেন:“১৫ মিনিট আগে আপনি কি আরডি সিটি গেট ৩ থেকে বেরিয়ে সেক্টর ৪৫-এ প্রবেশ করেছেন টাটা পাঞ্চ গাড়িতে?”

প্রথমে নারীটি বিষয়টিকে কৌতুক ভেবেছিলেন, তবে পরে সন্দেহ হলে কনস্টেবলের পরিচয় জানতে চান। উত্তরে তিনি জানান,“পুলিশের চোখ খুব তীক্ষ্ণ।”পাশাপাশি, ইনস্টাগ্রামে ব্যক্তিগত বার্তায় কথোপকথন চালিয়ে যাওয়ার প্রস্তাব দেন।

নারীটি বুঝতে পারেন, ইনস্টাগ্রামে বার্তা দেওয়া ব্যক্তি ছিলেন সেইদিন দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য। এরপর ১৬ সেপ্টেম্বর তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।

প্রথমে পুলিশ তাকে অভিযুক্তকে ব্লক করার পরামর্শ দিলেও, পরবর্তীতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করে ২৩ সেপ্টেম্বর কনস্টেবলকে বরখাস্ত করা হয়। ভারতীয় দণ্ডবিধির নবম অধ্যায়ের বিএনএস ধারা ৭৯-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে, যা নারীর শালীনতা লঙ্ঘনের চেষ্টার বিরুদ্ধে প্রযোজ্য।

ভুক্তভোগী নারী সামাজিক মাধ্যমে ৩ মিনিটের একটি ভিডিওতে বলেন,“যে পুলিশ সদস্যের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া, সেই ব্যক্তি নিজের পদ ব্যবহার করে আমার গোপনীয়তা ভঙ্গ করেছেন। শুধু গাড়ির নম্বর ব্যবহার করেই তিনি আমার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সামাজিক মাধ্যমে বার্তা পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন,“আমি ভেবেছিলাম ৫০ বছর বয়সে এমন কিছু আর সহ্য করতে হবে না। কিন্তু এখনও নিজেকে রক্ষা করতে হচ্ছে। তাহলে কিশোরী ও তরুণীরা কতটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়, তা ভাবলেই গা শিউরে ওঠে।”

গুরগাঁও পুলিশের এএসআই সন্দীপ কুমার জানান,“এই ধরনের আচরণের ব্যাপারে পুলিশের অবস্থান খুবই কঠোর। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”তবে শুক্রবার রাত পর্যন্ত অভিযুক্ত কনস্টেবলের নাম প্রকাশ করা হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে