ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

গ্রেফতার করা হল বাস্তবের 'ফুনশুক ওয়াংডু' সোনমকে

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৭:৫৯:১৪
গ্রেফতার করা হল বাস্তবের 'ফুনশুক ওয়াংডু' সোনমকে

নিজস্ব প্রতিবেদক : ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে আন্দোলনের অন্যতম নেতা ও পরিবেশবিদ সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের একদিন আগেই তিনি বলেছিলেন, "এই দাবির জন্য আমাকে যেকোনো সময় গ্রেপ্তার করা হলে আমি আনন্দিত হবো।"

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওয়াংচুকের নেতৃত্বে চলমান আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় সরকার।

এর আগে, বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক সংস্থা স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (SECMOL)–এর বিদেশি অর্থ গ্রহণের নিবন্ধন বাতিল করে। এ সিদ্ধান্ত ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট, ২০১০ (FCRA)-এর আওতায় নেওয়া হয়।

তবে ওয়াংচুক দাবি করেছেন, তাদের সংস্থা কখনোই অনুদান নেয়নি। বরং জাতিসংঘ, সুইস ও ইতালির কয়েকটি সংস্থার সঙ্গে ব্যবসায়িক চুক্তির মাধ্যমে আয় করেছে এবং নিয়মমাফিক কর পরিশোধ করেছে। তিনি বলেন, “ওরা এটিকে ভুল করে বিদেশি অনুদান ধরে নিয়েছে। আমি মনে করি এটি কেন্দ্রের একটি ভুল বোঝাবুঝি।”

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর প্রাথমিকভাবে এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করলেও, পরে রাজ্য মর্যাদার দাবিতে আন্দোলন তীব্র হয়। রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাব ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বৌদ্ধ অধ্যুষিত লেহ ও মুসলিম অধ্যুষিত কারগিলের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো ঐক্যবদ্ধ আন্দোলনে নামে।

সম্প্রতি লাদাখে সহিংস বিক্ষোভের জেরে কারফিউ জারি করা হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সরকার সংলাপ প্রক্রিয়া অব্যাহত রেখেছে, এমনকি উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেও আলোচনার উদ্যোগ নিয়েছে। তবুও ওয়াংচুক অনশন ভাঙেননি। তিনি পরে অ্যাম্বুলেন্সে করে গ্রামে ফিরে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ভূমিকা নেননি বলে অভিযোগ করা হয়।

গ্রেপ্তারের আগে ওয়াংচুক বলেন, “জেলে থাকা সোনাম ওয়াংচুক সংলাপে অংশ নেওয়া সোনাম ওয়াংচুকের চেয়ে কম নয়, বরং বেশি প্রভাব ফেলবে। এতে মানুষ আরও ভালোভাবে বুঝবে, দেশটি কীভাবে পরিচালিত হচ্ছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে