ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পুলিশি হস্তক্ষেপের মধ্যেই ‘আই লাভ মুহাম্মদ’ নিয়ে বিক্ষোভ

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৪:৩৫:৩৬
পুলিশি হস্তক্ষেপের মধ্যেই ‘আই লাভ মুহাম্মদ’ নিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ভারতের উত্তর প্রদেশের কানপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় মিছিলের সময় ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার ঝুলানোর ঘটনা দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। মুসলিম সম্প্রদায়ের কাছে এটি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হলেও, কিছু হিন্দু গোষ্ঠী এটি ঐতিহ্যবিরোধী হিসেবে দেখেছে এবং আপত্তি জানিয়েছে।

৪ সেপ্টেম্বর কানপুরের সৈয়দ নগর এলাকায় মিছিল চলাকালে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। স্থানীয় কিছু হিন্দু সংগঠন অভিযোগ করে যে, ওই জায়গাটি সাধারণত ‘রাম নবমী’ উৎসবের জন্য ব্যবহৃত হয় এবং সেখানে এই ব্যানার লাগানো ‘নতুন প্রথা চালু করার চেষ্টা’ বলে তাদের দাবী।

ব্যানার বা স্লোগানের জন্য নয়, বরং অনুমতি ছাড়াই ব্যানার ও তাঁবু স্থাপনের কারণে পুলিশ ২৪ জন মুসলিম যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ কমিশনার অখিল কুমার জানান,“স্থান ব্যবহার ও অনুমতি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে, স্লোগানের জন্য নয়। যারাই জড়িত নয় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।”

ব্যানার নিয়ন্ত্রণ ও পুলিশি ব্যবস্থা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কানপুরের বাইরে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়, পাশাপাশি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট ও ঝাড়খণ্ডে মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে। তারা ‘আই লাভ মুহাম্মদ’ লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে নিজেদের বক্তব্য তুলে ধরে এবং সোশ্যাল মিডিয়ায় #ILoveMuhammad হ্যাশট্যাগ ট্রেন্ড করে।

উত্তরপ্রদেশের বারাণসীতে হিন্দু ধর্মীয় নেতারা ‘আই লাভ মহাদেব’ লেখা পোস্টার হাতে বিক্ষোভ করেন। শঙ্করাচার্য নরেন্দ্রানন্দের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে দাবি করা হয় যে,“মুসলিমদের ভক্তির আড়ালে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।”

‘সর্বভারতীয় মুসলিম ঐক্য পরিষদের’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এ স্লোগানকে ভারতের সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধীনে বর্ণনা করে বলেন,“মুহাম্মদকে ভালোবাসা প্রকাশ করা অপরাধ নয়।”অন্যদিকে বিভিন্ন অঞ্চলের মুসলিম ধর্মীয় নেতারা পুলিশি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।

মুসলিমরা নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে ‘আই লাভ মুহাম্মদ’ স্লোগানকে গ্রহণযোগ্য মনে করে। তবে হিন্দু সংগঠনগুলো বলছে, ধর্মীয় অনুষ্ঠানের ব্যানার ও মিছিল ঐতিহ্য ও নিয়ম মেনে নির্দিষ্ট স্থানে হওয়া উচিত, যাতে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকে। প্রশাসন বলছে, অনুমতি ছাড়া সরকারি স্থানে ব্যানার লাগানো আইনবিরুদ্ধ।

বর্তমানে ঘটনাটি নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে নানা রকম প্রতিবাদ, সংঘর্ষ, পুলিশি লাঠিচার্জ ও গ্রেপ্তার ইত্যাদি ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে