ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

চাল রপ্তানিতে ভারত যোগ করল ‘গোপন শর্ত’

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১২:১১:৪০
চাল রপ্তানিতে ভারত যোগ করল ‘গোপন শর্ত’

নিজস্ব প্রতিবেদক : ভারত সরকার নন-বাসমতী চাল রপ্তানির ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে। এখন থেকে এ ধরনের চাল রপ্তানি করতে হলে ভারতের কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিডা)-তে নিবন্ধন করা বাধ্যতামূলক।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর (DGFT) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে। এখন থেকে নন-বাসমতী চাল কেবল এপিডায় নিবন্ধনের পরই রপ্তানি করা যাবে।’

ভারত বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশগুলোর একটি। চলতি অর্থবছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়ে দেশটির নন-বাসমতী চাল রপ্তানি ৬.৪% বেড়ে ৪.৭ বিলিয়ন ডলার আয় হয়েছে (তথ্যসূত্র: CNBC TV18)।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে অতিবৃষ্টি ও বন্যায় ব্যাপক ফসলহানির খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে চাল রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করার কারণ হিসেবে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা ও সরবরাহ সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন,যেসব আমদানির ঋণপত্র (LC) এর বিপরীতে ইতিমধ্যে টেন্ডার হয়েছে, সেগুলো এই নতুন শর্তের আওতার বাইরে থাকবে। তবে নতুন করে খোলা ঋণপত্রের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন,‘ভারতের নতুন নীতিমালার ফলে বাংলাদেশে চাল আমদানির গতি কিছুটা ধীর হতে পারে এবং খরচও কিছুটা বেড়ে যেতে পারে।’

ভারতের এই সিদ্ধান্ত খাদ্যশস্য রপ্তানিতে নিয়ন্ত্রণমূলক কৌশল হিসেবে দেখা হলেও, প্রতিবেশী দেশগুলোর জন্য তা চাল আমদানিতে খরচ ও সময় উভয় বাড়াতে পারে। বাংলাদেশে এর প্রভাব কতটা হবে, তা নির্ভর করবে দেশের অভ্যন্তরীণ মজুত ও বাজার পরিস্থিতির ওপর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে