ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

স্পেনের এক বিয়েতে ঘটল সিনেমার চেয়েও নাটকীয় ঘটনা!

২০২৫ সেপ্টেম্বর ২৬ ০৯:১৩:৪৩
স্পেনের এক বিয়েতে ঘটল সিনেমার চেয়েও নাটকীয় ঘটনা!

নিজস্ব প্রতিবেদক : বিয়ের মাত্র পাঁচ ঘণ্টা আগে আচমকাই উধাও হয়ে গেলেন হবু বর হ্যারল্ড ও কনে ফেলিসিয়া। সাজসজ্জা শেষ, অতিথিরা অপেক্ষায়, আর ঠিক তখনই খুঁজে পাওয়া গেল না বর-কনেকে—চরম উদ্বেগে পড়ে যান দুই পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানস্থলে হুলস্থুল কান্ডের পর অবশেষে জানা যায়—কোনো বিপত্তি নয়, ইচ্ছে করেই ‘নিখোঁজ’ হয়েছিলেন যুগল! মূলত, নিজেদের মানসিকভাবে ‘রিচার্জ’ করতে পাঁচ ঘণ্টার জন্য এক হোটেল কক্ষে সময় কাটিয়েছেন তারা। সেখানেই আরাম করে খাওয়া-দাওয়া, টিভি দেখা ও গল্পে মেতে উঠেছিলেন তারা—সব কিছুই শুধু নিজেরা একটু সময় কাটানোর জন্য।

২৭ বছর বয়সী ফেলিসিয়া ও ২৮ বছর বয়সী হ্যারল্ড বলেন, "বিয়ের চাপ ও সামাজিক আনুষ্ঠানিকতার ভিড়ে নিজেরা হারিয়ে যেতে চাইনি। তাই নিজেরা একটু সময় কাটিয়ে ফুরফুরে মেজাজে ফিরে এসেছি।" তাদের ভাষায়, এটি ছিল 'রিচার্জ টাইম'—একটা মানসিক রিফ্রেশমেন্ট।

নির্ধারিত সময়েই তারা ফিরে আসেন অনুষ্ঠানস্থলে। তখনো পরিবারের কৌতূহল–উদ্বেগের মাঝেই খুশির আমেজ। বিয়েটি সম্পন্ন হয় সুষ্ঠুভাবে, আর এই অভিনব পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে চর্চা—এটি এখন অনেকেই ভাবছেন মানসিক চাপ কমানোর এক নতুন উপায়!

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে