ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

২০২৫ জুলাই ২৪ ১০:৫৬:৩০
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তিনি বিস্তারিত জানাননি।

এবিএম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।

বিচারিক জীবনে তার কয়েকটি রায় তুমুল বিতর্ক সৃষ্টি করেছিল। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে