ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Sharenews24

গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া

২০২৫ জুলাই ২৪ ০৯:৩৭:৫৭
গভীর রাতে হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক : জরুরি ভিত্তিতে শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার (২৩ জুলাই) রাত পৌনে ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে কিছুক্ষণের মধ্যে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।’

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে