ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sharenews24

সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে: মামুনুল হক

২০২৫ জুলাই ১৯ ২২:২৭:০৮
সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে স্থাপনের কড়া সমালোচনা করে বলেছেন, "চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের মঞ্চে দাঁড়িয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি।"

শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এবং সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারীতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

তিনি ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠার মাধ্যমে "ওয়াশিংটনের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র" রুখে দেওয়া হবে। তার মতে, এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার "তিন দিনের অস্থায়ী মেহমান সরকারের" নেই; এর জন্য জনগণের ম্যান্ডেট এবং সব রাজনৈতিক দলের মতামত নেওয়া জরুরি।

মামুনুল হক জাতিসংঘের মানবাধিকার এজেন্ডাকে "নির্লজ্জ অশালীন" আখ্যায়িত করে বলেন, তারা পৃথিবীর দেশে দেশে "সমকামিতার মতো অভিশাপ" চাপিয়ে দেয়। তিনি হুঁশিয়ারি দেন, বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হলে এবং সমকামিতা বাস্তবায়ন করা হলে "গোটা বাংলাদেশ কারবালার প্রান্তরে পরিণত হবে"।

তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পরবর্তী ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, "আমাদের বিজয়কে বারবার ষড়যন্ত্রের মাধ্যমে ছিনতাই করা হয়েছে।" তিনি বিগত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে একে "বাকশালি ফ্যাসিবাদের নতুন রূপ" এবং "নতুন আওয়ামী জাহিলিয়াত" বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, "লেডি ফেরাউন নামে খ্যাত শেখ হাসিনা তাঁর জুলুম এবং নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করেছেন। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন।" তার মতে, এ দেশের মানুষের ভাগ্য ও অর্থনীতির ভাগ্য "দিল্লি থেকে নির্ধারিত হয়েছে" এবং বাংলাদেশে গুম, খুন এবং হত্যাকাণ্ডের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, এ দেশের মানুষ আপনাদের অনেক সম্মান দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। মানুষের ধসে পড়া অর্থনৈতিক ভিত নতুন করে গঠন করুন। বিগত সরকারের পাচার করা লাখ লাখ ডলার ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করার চেষ্টা করুন। বিগত দিনের এজেন্ডা বাতিল করুন। বাংলাদেশের মানুষ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই এজেন্ডা বাস্তবায়ন করুন।

কুড়িগ্রাম ও লালমনিরহাটের সমাবেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতারা বক্তব্য দেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে