ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sharenews24

গোপালগঞ্জে আবারো কারফিউ জারি

২০২৫ জুলাই ১৯ ১৯:১৫:২১
গোপালগঞ্জে আবারো কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক : আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পরামর্শ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করার পর কারফিউ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ আরো ১০ ঘণ্টা বাড়িয়েছে। এর ফলে আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান এই কারফিউ জারি করেন।আজ বিকেল পৌনে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে জারি করা আরেকটি আদেশে, জেলা প্রশাসন আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ শিথিল করে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পরামর্শ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করার পর কারফিউ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় হামলার পর ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথমে কারফিউ জারি করা হয়।

দ্বিতীয় পর্যায়ে, ১৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। তিন ঘণ্টার বিরতি (১৮ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত) দিয়ে ১৮ জুলাই দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ পুনরায় জারি করা হয়।

পরবর্তীতে, তৃতীয় পর্যায়ে শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে