ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫
Sharenews24

সমাবেশে যা বললেন আখতার হোসেন

২০২৫ জুলাই ১৯ ১৭:৩৫:৩৯
সমাবেশে যা বললেন আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে শুধু নির্বাচন আয়োজন করলেই গণতন্ত্র সুরক্ষিত হয় না—এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “গণতন্ত্রকে কার্যকর করতে হলে মৌলিক সংস্কারসহ সংসদের উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন চালু করতে হবে।”

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন,“শুধু ক্ষমতার পালাবদলের জন্য ২৪-এর গণঅভ্যুত্থান হয়নি। গণতন্ত্রকে রক্ষা করতে হলে নির্বাচন-পূর্ব সংস্কার এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন।”

তিনি আরও বলেন,“যারা বলেন, ‘পিআর হলে উচ্চকক্ষ চাই না’, তারা জাতির সঙ্গে প্রতারণা করছেন।”

আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচারের দাবি জানিয়ে আখতার হোসেন বলেন,“এদের বিচার না হলে ২৪-এর গণআন্দোলনের সঙ্গে বেইমানি করা হবে।”

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়েও তিনি বলেন,“রাজনৈতিক দলগুলোকে আলোচনা থেকে বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো একক সিদ্ধান্ত নিতে পারে না।”

দীর্ঘ দেড় যুগ পর জামায়াতে ইসলামীর আয়োজনে রাজধানীতে উন্মুক্ত জনসমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। সড়ক, রেল ও নৌপথে দেশজুড়ে হাজার হাজার কর্মী সোহরাওয়ার্দীতে সমবেত হন। সমাবেশে দলটির পক্ষ থেকে পিআর ভিত্তিক নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে