ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অনশনে বসে দৃপ্ত ঘোষণা তরুণীর

২০২৫ জুলাই ১৯ ১২:০০:৩৬
অনশনে বসে দৃপ্ত ঘোষণা তরুণীর

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের ডাসারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। দাবি, পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কের পর প্রেমিক বিয়েতে অনীহা দেখানোয় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন একটাই শর্ত—বিয়ে না করলে আত্মহত্যা করবেন।

শুক্রবার (১৮ জুলাই) রাতে ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের বাসিন্দা ও কম্পিউটার দোকানি নাসির উদ্দিন মাতুব্বরের বাড়িতে অবস্থান নেন ওই ২২ বছর বয়সী তরুণী।

তরুণীর ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১০ জুন কমলাপুর বাজারে নাসিরের দোকানে ফোন মেরামত করাতে গিয়েই তাদের পরিচয়। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুজনে কুয়াকাটা সহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান, সম্পর্কও ঘনিষ্ঠ হয়। পরে জীবিকার প্রয়োজনে সৌদি আরবে যান তরুণী। দেশে ফিরে প্রেমিক নাসিরকে বিয়ের প্রস্তাব দিলে তিনি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে যোগাযোগও বন্ধ করে দেন।

হতাশ হয়ে প্রেমিকা সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তিনি অভিযোগ করেন, “নাসির আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টও নিয়ে গেছে। সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করব। যতক্ষণ না বিয়ে করে, আমি এ বাড়ি ছাড়ব না।”

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় করেন নাসিরের বাড়িতে। কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করেন। বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ বৈঠক হলেও এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

এ বিষয়ে অভিযুক্ত নাসিরের বাবা খলিল মাতুব্বর বলেন, “আমার ছেলের সঙ্গে মেয়েটির কোনো সম্পর্ক নেই। সে দেড় মাস আগে বিদেশে গেছে। প্রেম ছিল ৫ বছর, অথচ কোনো ঘোরাফেরা বা সম্পর্কের প্রমাণ নেই। আমি কীভাবে বিশ্বাস করব সে আমার ছেলের স্ত্রী হতে চায়?”

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, “বিষয়টি শুনেছি। প্রেমিকার অনশন সংক্রান্ত কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে আইনি সহায়তা দেওয়া হবে। থানা পুলিশ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে