ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

২০টি নতুন ভাইরাসের সন্ধান

২০২৫ জুন ২৮ ১৯:৩০:০৩
২০টি নতুন ভাইরাসের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: চীনের ইউনান প্রদেশে বাদুড়ের দেহে ২০টি নতুন ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এ ভাইরাসগুলোর মধ্যে দু’টি জিনগতভাবে পূর্বপরিচিত প্রাণঘাতী ভাইরাস হেন্দ্রা এবং নিপা-র ঘনিষ্ঠ আত্মীয় বলে জানা গেছে।

এই গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী PLOS Pathogens-এ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীরা জানান, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ইউনান অঞ্চলে বাদুড়ের শরীর থেকে সংগৃহীত ১৪২টি বৃক্ক (কিডনি) নমুনার ওপর বিশদ জেনেটিক বিশ্লেষণ চালিয়ে তারা এসব নতুন ভাইরাস শনাক্ত করেন। পাশাপাশি গবেষণায় অজানা কিছু ব্যাকটেরিয়া এবং একটি নতুন ধরনের পরজীবীও পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, বাদুড়ের কিডনিতে ভাইরাসের উপস্থিতি একটি গুরুতর উদ্বেগের কারণ হতে পারে। কারণ, কিডনিতেই প্রস্রাব তৈরি হয়। যদি ভাইরাসবাহী বাদুড় ফলের বাগান বা পানির উৎসের আশপাশে মূত্র ত্যাগ করে, তাহলে ওই ফল বা পানি ভাইরাস দ্বারা দূষিত হতে পারে। পরবর্তীতে মানুষ তা গ্রহণ করলে ভাইরাস মানবদেহে ছড়িয়ে পড়তে পারে।

তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে, আপাতত এই ভাইরাসগুলো নিয়ে সরাসরি ভয়ের কিছু নেই। তবে ভবিষ্যতে পরিস্থিতি অন্যরকম রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

বিশেষজ্ঞদের পরামর্শ, ভবিষ্যতের সম্ভাব্য মহামারি প্রতিরোধে এখন থেকেই এই নতুন ভাইরাসগুলোর জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ভ্যাকসিন ও চিকিৎসা প্রস্তুতি নেওয়া জরুরি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে