ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফোনালাপেই সর্বনাশ: প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

২০২৫ জুন ২৮ ১৬:১৬:৩৫
ফোনালাপেই সর্বনাশ: প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককে শুরু হয়েছে জোরালো বিক্ষোভ। শনিবার সকাল থেকে শত শত বিক্ষোভকারী ভিক্টোরি মনুমেন্ট এলাকা দখল করে রাখে এবং প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। আন্দোলনকারীদের দাবি, প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা রাস্তায় থাকবেন।

বিক্ষোভের কেন্দ্রে রয়েছে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে পায়েতংটার্নের ফাঁস হওয়া একটি ফোনালাপ। গত ১৫ জুনের কথোপকথনে পায়েতংটার্নকে সীমান্ত এলাকায় সংঘর্ষ নিয়ে সেনকে প্রভাবিত করতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। ফোনালাপে থাই এক সেনা কমান্ডারের নামও উঠে এসেছে—যিনি এমন একটি এলাকায় দায়িত্বে ছিলেন, যেখানে ২৮ মে সশস্ত্র সংঘর্ষে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হন।

এই ফোনালাপ থাইল্যান্ডে সমালোচনার ঝড় তোলে। ইতোমধ্যে দেশটির কর্তৃপক্ষ একাধিক তদন্ত শুরু করেছে। তদন্তে নৈতিক বা সাংবিধানিক অপরাধ প্রমাণিত হলে প্রধানমন্ত্রীর অপসারণের সম্ভাবনাও রয়েছে।

বিক্ষোভকারীরা থাইল্যান্ডের জাতীয় পতাকা ও বিদ্রোহের প্রতীক নিয়ে মিছিল করে এবং একটি বিশাল মঞ্চে প্রধানমন্ত্রীবিরোধী বক্তব্য দেন। তারা প্রধানমন্ত্রী পায়েতংটার্নের পদত্যাগের জোর দাবি তোলেন এবং থাইল্যান্ডের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন ‘ইয়েলো শার্টস’ নামে পরিচিত এক রাজতন্ত্রপন্থী গোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তিরা। এই গোষ্ঠী থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে পায়েতংটার্নের বাবা ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরোধী হিসেবে পরিচিত। অতীতেও তারা থাকসিন সরকারের পতনের দাবিতে দীর্ঘ আন্দোলন করেছে।

বিক্ষোভকারীদের বক্তব্য, থাইল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় কোনো বিদেশি প্রভাব মেনে নেওয়া হবে না। পায়েতংটার্নের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে