ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর

২০২৫ জুন ২৮ ১০:২৭:৩৫
সৌদিতে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের জন্য ‘ফাইনাল এক্সিট’ নামে বিশেষ একটি উদ্যোগ চালু করেছে। নতুন এই ব্যবস্থায়, নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীরা বৈধভাবে নিজ দেশে ফিরতে পারবেন।

সৌদি পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানায়, ২৬ জুন থেকে কার্যকর হওয়া এই সুবিধা এক মাসের জন্য চালু থাকবে।এ সময়সীমার মধ্যে আবেদনকারীরা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'আবশির' প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সেবা ব্যবহার করে আবেদন করতে পারবেন।

সৌদি গ্যাজেটের বরাতে জানা যায়, ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও অনেকেই দেশটি ত্যাগ করেননি। এবার তাদেরকে নির্দিষ্ট নিয়ম মেনে স্বেচ্ছায় ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে রিয়াদ।

সৌদি কর্তৃপক্ষ বলছে, যারা এই সময়ের মধ্যে ‘ফাইনাল এক্সিট’ সুবিধা নেবেন না, তারা ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি তাদের স্পন্সররাও আইনি বাধার মুখে পড়বেন বলে সতর্ক করা হয়েছে।

জাওয়াজাতের পক্ষ থেকে সময়সীমার মধ্যে আবেদন করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে, যাতে তারা ভবিষ্যতে কোনো জটিলতার সম্মুখীন না হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে