ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘র’-এর এজেন্ট সন্দেহে গ্রেফতার ১০

২০২৫ জুন ২৭ ১১:২২:২৩
‘র’-এর এজেন্ট সন্দেহে গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)–এর এজেন্ট সন্দেহে অন্তত ১০ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার অভিযান পরিচালনা করেছে পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং করাচি পুলিশ।

লাহোরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাঞ্জাব পুলিশের অতিরিক্ত আইজি শাহজাদা সুলতান এবং করাচি পুলিশের এসএসপি শোয়েব মেনন। খবর: জিও নিউজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে আসলাম ও আকবর আলী নামের দুই ব্যক্তি বাহাওয়ালনগরে ভারতের বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) থেকে বিস্ফোরক সংগ্রহের সময় হাতে নাতে ধরা পড়েন।

আজম জাজি, মনজুর কারি ও আমজাদ নামে আরও তিনজনকে আটক করা হয়েছে টোবা টেক সিং জেলা থেকে।

একজন সন্দেহভাজন, জুলফিকার, ‘সন্ত্রাসী কার্যক্রমে আর্থিক সহযোগিতা’র অভিযোগে গ্রেফতার হন।তদন্তে জানা যায়, অভিযুক্তরা মসজিদ ও রেলস্টেশনে বোমা হামলার পরিকল্পনা করছিলেন। তাদের কাছ থেকে বিস্ফোরক, ডিটোনেটর, আইইডি, সেফটি ফিউজ ও মানচিত্র উদ্ধার করা হয়েছে।

সিটিডি দাবি করেছে, গ্রেফতারকৃতরা ভারতের গোয়েন্দা সংস্থা 'র'-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিংয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। এমনকি তাদের কথোপকথনের অডিও রেকর্ডিং পাওয়া গেছে, যেখানে হামলার পরিকল্পনার নির্দেশনা রয়েছে বলে জানানো হয়।

একই অভিযানে করাচিতে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। করাচির এসএসপি শোয়েব মেনন জানান, সন্দেহভাজনরা ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের হয়ে কাজ করতেন এবং ভারতীয় সেনাবাহিনীর কর্নেল রঞ্জিতের সঙ্গে যোগাযোগ রাখতেন।

তাদের কাছ থেকে বিস্ফোরক, একটি গাড়ি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের অনেকেই সীমান্ত ২০ বারের বেশি অতিক্রম করেছেন বলে দাবি করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের নেটওয়ার্ক ও সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।

পাঞ্জাব পুলিশের অতিরিক্ত আইজি শাহজাদা সুলতান বলেন, “পাকিস্তানকে অস্থিতিশীল করতে ভারত পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। তবে দেশের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে