ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ-চীন-পাকিস্তান বৈঠকে ভারতের উদ্বেগ

২০২৫ জুন ২৭ ১১:১৬:৪৫
বাংলাদেশ-চীন-পাকিস্তান বৈঠকে ভারতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ত্রিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে ভারত বলেছে, তারা আশপাশের অঞ্চলে কী ঘটছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বৃহস্পতিবার (২৬ জুন) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা আশপাশের অঞ্চলের ঘটনাপ্রবাহে সবসময় নিবিড় নজর রাখি। কারণ এসব আমাদের স্বার্থ ও নিরাপত্তার সঙ্গে জড়িত।”

তিনি আরও বলেন, “প্রতিটি দেশের সঙ্গে ভারতের সম্পর্কের নিজস্ব ভিত্তি রয়েছে। তবে সময় ও প্রেক্ষাপট অনুযায়ী সেই সম্পর্কের মূল্যায়ন করা হয়।”

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত ১৯ জুন চীনের কুনমিং শহরে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে। এ প্রসঙ্গ উঠে আসে বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়েও।

দ্য হিন্দুর সাংবাদিক কল্লোল ভট্টাচার্য ব্রিফিংয়ে প্রশ্ন করেন, “বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পর বলা হয়েছে—তাদের মধ্যে একাধিক বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। ভারত এ বিষয়ে কী ভাবছে?”

জবাবে জয়সওয়াল বলেন, “আমরা আশপাশের পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করি এবং প্রতিটি বিষয়কে আমাদের জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে দেখি।”

এ সময় সাংবাদিক গৌতম লাহিরি ভারত-বাংলাদেশ বাণিজ্য নিয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, “বাংলাদেশের সঙ্গে যেসব বাণিজ্যিক বিষয়ে আলোচনা চলছে, সেগুলো ন্যায়বিচার, সমমর্যাদা ও পারস্পরিক চাহিদার ভিত্তিতে নির্ধারিত। অনেক বিষয় দীর্ঘদিন ঝুলে আছে, আমরা সেগুলোর সমাধানের অপেক্ষায় আছি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে