ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' কি সরকারি ছুটি?

২০২৫ জুন ২৭ ০৬:৪২:৪১
৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' কি সরকারি ছুটি?

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন, ৮ আগস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করেছে সরকার।

বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, 'নতুন বাংলাদেশ দিবস'-এ কি সরকারি ছুটি থাকবে কিনা।

তবে, মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট ছুটির ঘোষণা নেই। পরিপত্রে শুধু প্রতি বছর ৮ আগস্টকে 'যথাযথ মর্যাদায় প্রতিপালন' করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।

দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে। 'খ' শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়, এটি একটি সরকারিভাবে উদযাপিত দিবস, যা 'ক' শ্রেণির মতো ততটা জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় না। সাধারণত, 'খ' শ্রেণির দিবসগুলোতে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করা হয়।

এতে বুঝা যায়, প্রতি বছর ৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' সরকারিভাবে পালিত হবে, তবে এটি 'ক' শ্রেণির মতো রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে না এবং এই দিনে কোনো সরকারি ছুটি থাকবে না।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে