ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যুদ্ধবিরতির পর খামেনিকে ঘিরে শোকের ছায়া

২০২৫ জুন ২৬ ১৬:২০:৩৮
যুদ্ধবিরতির পর খামেনিকে ঘিরে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায়—এই প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন ইরানিরা। নিউ ইয়র্ক টাইমসের জাতিসংঘ ব্যুরো প্রধান ফারনাজ ফসিহি এই বিষয়ে অনুসন্ধান করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক জানান, ‘মানুষ সর্বোচ্চ নেতার জন্য খুব উদ্বিগ্ন’। একই প্রশ্ন করা হয় খামেনির দপ্তরের কর্মকর্তাকে—তবে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।

আর্কাইভ দপ্তরের মুখপাত্র মেহদি ফাজায়েলি বলেন, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বোমা হামলার কারণে উদ্বিগ্ন, এবং “সবাইকে তাঁর জন্য দোয়া করতে হবে”।

খামেনি প্রায় এক সপ্তাহ জনসমক্ষে অনুপস্থিত আছেন। এই সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, জবাবে ইরান কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। এরপর ট্রাম্পের মধ্যস্থতায় ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। এই পুরো সময়ে খামেনি কোনো পাবলিক ভাষণ বা বার্তা দেননি।

সরকারি সূত্র বলছে, খামেনি ‘এক সুরক্ষিত বাংকারে’ আছেন এবং ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন, হত্যাচেষ্টার আশঙ্কায়।

রাজনৈতিক ও সরকারি মহলে চিন্তাভাবনা দেখা দিয়েছে: খামেনি কি সত্যিই সক্রিয়, অসুস্থ, আহত, না কেবল শান্তিপূর্ণ অবসরে রয়েছেন?

রেভল্যুশনারি গার্ডসের উপদেষ্টা হামজা সাফাভি জানাচ্ছেন, নিরাপত্তার কারণে খামেনির বিচ্ছিন্নতা। তবে তিনি বড় সিদ্ধান্ত—যেমন যুদ্ধবিরতি—অনুমোদন দিচ্ছেন দূর থেকে।

ইরানের রাজনীতির ভার এবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দিকে সরছে, যিনি সামরিক ও কূটনৈতিক সমঝোতার পথ নিচ্ছেন। প্রেসিডেন্ট বলছেন, দেশ নতুন কোনো সংকট থেকে উত্তরণের পথে, যা “এক সোনালি সুযোগ” তৈরি করেছে।

একই সময়ে, কট্টরপন্থী গোষ্ঠী—নেতা সাঈদ জলিলি ও রেভল্যুশনারি গার্ডস—এটি সমালোচনা করছে। তারা ইসরায়োসি প্রশ্ন উত্থাপন করছে কেন পররাষ্ট্রমন্ত্রীর বদলে প্রেসিডেন্ট এ নেতৃত্ব নিচ্ছেন।

নিকটম সময়ে খামেনির আরোক প্রকাশ্য ভাষণ না দিলে, ইরানের রাজনৈতিক ভাঙন আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে