ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে ইরানের মুখে ভারতের প্রশংসা

২০২৫ জুন ২৬ ১৩:২৭:২৬
যে কারণে ইরানের মুখে ভারতের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ভারতের জনগণ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সমর্থনকে "অমূল্য" আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছে ইরান। বুধবার (২৫ জুন) দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, “যেসব স্বাধীনতাপ্রেমী ভারতীয়—রাজনৈতিক দল, সংসদ সদস্য, এনজিও, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও সাধারণ মানুষ—এই দুঃসময়ে ইরানের পাশে ছিলেন, তাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।”

ইরান উল্লেখ করে, এই সমর্থন ইরানি জনগণের মনোবল দৃঢ় করেছে। বিশেষ করে যুদ্ধকালীন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও প্রকাশ্য বিবৃতি তাদের সাহস বাড়িয়েছে।

তবে বিবৃতিতে ভারতের সরকারের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের মতে, এটি ভারত-ইরান কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার অংশ।

গত রবিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা বুধবার পর্যন্ত কার্যকর ছিল।

ইরানি দূতাবাস জানায়, “এই সময়ে ইরানের পাশে দাঁড়ানো কেবল রাজনৈতিক অবস্থান নয়, এটি ন্যায়বিচার, মানবতা এবং আন্তর্জাতিক আইন রক্ষার প্রতীক।”

তারা আরও দাবি করে, ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বদা আন্তর্জাতিক আইনের নীতিমালা অনুসরণ করে এবং সম্প্রসারণবাদ ও আগ্রাসনের বিরোধিতা করে আসছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, “যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে বিশ্ববাসীর ঐক্যই কেবল টেকসই শান্তির পথ খুলে দিতে পারে। ভারতের জনগণের অবস্থান সেই ঐক্যেরই প্রতীক।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে