ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইসরায়েলের সঙ্গে বিশ্ব রাজনীতিতে হঠাৎ মোড়

২০২৫ জুন ২৬ ১১:৩১:৫১
ইসরায়েলের সঙ্গে বিশ্ব রাজনীতিতে হঠাৎ মোড়

নিজস্ব প্রতিবেদক: আব্রাহাম চুক্তির আওতায় শিগগিরই আরও কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

বুধবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা বড় কিছু ঘোষণার অপেক্ষায় আছি। আমরা এমন দেশগুলোর সঙ্গে কাজ করছি, যাদের নিয়ে আগে কেউ ভাবেনি যে তারা কখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে।"

২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। স্টিভ উইটকফ জানান, বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য হলো এই চুক্তির আওতা আরও বাড়ানো। এ উদ্যোগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট ঘনিষ্ঠভাবে কাজ করছে।

সাক্ষাৎকারে উইটকফ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘রেড লাইন’। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, একটি সামগ্রিক শান্তি চুক্তির মাধ্যমে তেহরানের সঙ্গে উত্তেজনা কমানো সম্ভব।

তিনি আরও বলেন, "আমরা চাই মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসুক এবং শান্তির বার্তা আরও ছড়িয়ে পড়ুক।"

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আব্রাহাম চুক্তির সম্প্রসারণ কেবল মার্কিন কূটনৈতিক অর্জন নয়, বরং এটি ইসরায়েলের আঞ্চলিক বৈধতা বৃদ্ধির কৌশল এবং ইরানবিরোধী জোট গঠনের অংশও হতে পারে।

তবে এখনো সম্ভাব্য নতুন দেশগুলোর নাম প্রকাশ না করায় জল্পনা তৈরি হয়েছে। অনেক বিশ্লেষকের ধারণা, সৌদি আরব বা ইন্দোনেশিয়ার মতো প্রভাবশালী মুসলিম দেশ যদি এই চুক্তিতে যোগ দেয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে