ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইসরায়েলের ওপর যে কারণে ক্ষেপলেন ট্রাম্প

২০২৫ জুন ২৪ ২০:২২:৩৪
ইসরায়েলের ওপর যে কারণে ক্ষেপলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে প্রচেষ্টার মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান ও ইসরায়েল—দুই পক্ষই চুক্তি ভেঙেছে, কিন্তু ইসরায়েলের প্রতি তিনি ‘বিশেষভাবে ক্ষুব্ধ’। কারণ, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেই ইসরায়েল ওই মুহূর্তে আবারও ইরানে হামলা করেছিল।

মঙ্গলবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এ তথ্য জানানো হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প স্পষ্টভাবেই নেতানিয়াহুর আচরণে ‘ভীষণ বিরক্ত এবং হয়তো বিশ্বাসঘাতকতা অনুভব করছেন।’

মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন থেকে নেদারল্যান্ডসের হেগ শহরে রওনা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি। এসময় তিনি এই দুই দেশের উদ্দেশে খারাপ একটি ইংরেজি গালিও ব্যবহার করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দু’টো দেশ আছে— যারা দীর্ঘ সময় ধরে পরস্পরের সঙ্গে কঠিন লড়াই করছে এবং তারা জানে না তারা কী….করে বেড়াচ্ছে (উই হ্যাভ টু কান্ট্রিজ দ্যাট হ্যাভ বিন ফাইটিং ফর সো হার্ড অ্যান্ড সো লং অ্যান্ড দে ডোন্ট নো হোয়াট দ্য ফাক দে আর ডুইং)।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতির পরও বোমা ফেলানো চলেছে। আমি খুবই অসন্তুষ্ট—বিশেষ করে ইসরায়েলের আচরণে। এখনই বোমাবর্ষণ বন্ধ করুন। পাইলটদের ঘরে ফিরিয়ে আনুন।’

যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন নিশ্চিত করতে সোমবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর এই চুক্তিতে ইরানকে রাজি করানোর ক্ষেত্রে কাতারের সহায়তা নেন তিনি।

এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে এত কঠোর অবস্থান নিলেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছেন এবং নির্দেশ দিয়েছেন যেন ইরানের ওপর আর কোনো আকাশ হামলা না চালানো হয়।

ট্রাম্প প্রশাসন চায়, এই যুদ্ধবিরতি বাস্তব রূপ নিক। তবে ইসরায়েলের একের পর এক হামলায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চেষ্টাগুলো ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে