ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মাত্র এক ঘোষণাতেই তেলের বাজারে ধস

২০২৫ জুন ২৪ ১০:৩৬:২৮
মাত্র এক ঘোষণাতেই তেলের বাজারে ধস

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে ব্যাপকভাবে কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে— ট্রাম্পের এমন ঘোষণার পরপরই এই পতন শুরু হয়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত এক সপ্তাহের তুলনায় তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে। বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৮ ডলার। এর আগে সোমবারের লেনদেনে তেলের দাম কমেছিল ৭ শতাংশ। এটি ১২ জুনেরও নিচে, যেদিন ইসরায়েল প্রথমবার ইরানে হামলা চালায়।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়ছে এশিয়ার শেয়ারবাজারেও। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে।

২৩ জুন বিকেলে ইরান কাতারের রাজধানী দোহা সংলগ্ন যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল ছয় ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতিতে যাচ্ছে এবং উভয় পক্ষ ধীরে ধীরে সামরিক কার্যক্রম গুটিয়ে নেবে।

বিশ্বব্যাপী এই ঘোষণার তাৎক্ষণিক প্রভাব পড়েছে জ্বালানি বাজারে, যার সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে