ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নেতানিয়াহুর নিষেধাজ্ঞা, মুখ খুললেই বড় বিপদ

২০২৫ জুন ২৪ ১০:১৮:৩৫
নেতানিয়াহুর নিষেধাজ্ঞা, মুখ খুললেই বড় বিপদ

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারি কর্মকর্তাদের যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয়ে প্রকাশ্যে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে দেশটির হোম ফ্রন্ট কমান্ডের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানায়।

নেতানিয়াহু এই নির্দেশনা দিয়েছেন সরকারের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা তথ্য প্রকাশ পেলেও ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, মাঠপর্যায়ে এখনো কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসেনি। পরিস্থিতি আগের মতোই রয়েছে। সাধারণ নাগরিকদের আগের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে তার পরেও ইসরায়েলের পক্ষ থেকে কেউ প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেননি।

সরকারি সূত্র জানায়, ইসরায়েল এখনো যুদ্ধবিরতির ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। হোম ফ্রন্ট কমান্ডের মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় বিধিনিষেধ এখনো বহাল থাকবে এবং জনসমাগমে সীমাবদ্ধতা থাকবে।

নাগরিকদের সেনাবাহিনী ও সরকারের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে