ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আয়াতুল্লাহ খামেনির পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে

২০২৫ জুন ২১ ১২:০৬:৫৮
আয়াতুল্লাহ খামেনির পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একাধিক পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট হঠাৎ করে আবার ভাইরাল হয়ে উঠেছে। যেখানে তাকে দেখা গেছে প্রেম, মানবিকতা, নারীর অধিকার, সাহিত্যপ্রেম, এমনকি নিজের দুষ্টুমির শৈশব নিয়েও খোলামেলা বক্তব্য রাখতে। এসব পোস্টে খামেনির যে মানবিক ও অনুভূতিপূর্ণ দিক উঠে এসেছে, তা তার বর্তমান কঠোর রাজনৈতিক অবস্থানের সঙ্গে একটি মৃদু বৈপরীত্য তৈরি করেছে।

প্রায় এক দশক আগে করা এসব টুইট বা পোস্টে খামেনিকে দেখা গেছে নারীর অধিকার নিয়ে সংবেদনশীল মন্তব্য করতে। একটি পোস্টে তিনি লেখেন:“পুরুষের দায়িত্ব নারীর চাহিদা ও অনুভূতি বোঝা। তার আবেগীয় অবস্থার প্রতি উপেক্ষা করা উচিত নয়।”

এই পোস্ট দেখে একজন ব্যবহারকারী মন্তব্য করেন,“আমি ক্ষমা চাই, আয়াতুল্লাহ খামেনি, আমি আপনার গেম চিনতাম না।”

আরেকজন মন্তব্য করেন,“প্রেমিক হিসেবে জন্মেছিলেন, কিন্তু হয়েছেন সর্বোচ্চ নেতা!”

২০১৩ সালের এক পোস্টে খামেনি তার স্কুলজীবনের কথা স্মরণ করে লেখেন,“আমি ছোটবেলা থেকেই ক্লোক পরে স্কুলে যেতাম। এটা পরা অস্বস্তিকর ছিল, তাই অন্য বাচ্চাদের সামনে আমি দুষ্টুমি ও খেলায় মেতে থাকার চেষ্টা করতাম।”

তিনি সাহিত্য ও ইতিহাস নিয়েও আগ্রহী ছিলেন। এক পোস্টে উল্লেখ করেছেন,“ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা ‘Glimpses of World History’ পড়ে ভারতের ঔপনিবেশিক ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।”

এইসব পোস্ট দেখে অনেকেই তাকে ‘প্রগতিশীল নেতা’ হিসেবে আখ্যায়িত করছেন। একজন ব্যবহারকারী রসিকতা করে লেখেন,“পুরনো টুইট ভাইরাল হলেও যিনি ‘আন-ক্যানসেলড’ হতে পেরেছেন, তিনি হলেন আয়াতুল্লাহ খামেনি।”

অন্যদিকে, বর্তমানে খামেনি পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি হুঁশিয়ার করে বলেন,“যদি যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ায়, তাহলে তারা এমন ক্ষতির মুখে পড়বে যা আর পূরণ করা সম্ভব হবে না।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে