ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আল জাজিরা দেখলেই পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ

২০২৫ জুন ১৯ ১৬:৪২:৪৬
আল জাজিরা দেখলেই পুলিশে ধরিয়ে দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি আল জাজিরা দেখেন, তাহলে তাকে পুলিশে রিপোর্ট করতে হবে। বৃহস্পতিবার (১৯ জুন) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বেন-গভির তার বক্তব্যে দাবি করেন, “আল জাজিরা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যারা এই চ্যানেল দেখছেন, তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। এদের শনাক্ত করে পুলিশের কাছে রিপোর্ট করা উচিত।” তার এই মন্তব্য আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাশার চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

ইসরায়েল ২০২৪ সালের মে মাসে আল জাজিরার সব সাংবাদিক, প্রযোজক, ক্যামেরাপারসন ও কর্মীদের দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চল থেকেও আল জাজিরার কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় প্যালেস্টিনিয়ান অথোরিটি।

এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। একাধিক মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতা সংগঠন ইসরায়েলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, "একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করা এবং দর্শকদের আইনি হুমকির মুখে ফেলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এটি সংবাদমাধ্যমের নিরপেক্ষতা ও স্বচ্ছতা রক্ষায় বড় হুমকি।"

বেন-গভিরের সাম্প্রতিক বক্তব্যে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আল জাজিরা। তবে পূর্ববর্তী নিষেধাজ্ঞা নিয়ে সংস্থাটি বলেছিল, “এটি সত্য ও সংবাদমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ। ইসরায়েলের এই পদক্ষেপ গণতান্ত্রিক নীতির ওপর সরাসরি আঘাত।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে