ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

এবার তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান

২০২৫ জুন ১৬ ২২:৩৯:০৪
এবার তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রা লাভ করেছে, যেখানে উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে হামলা ও সতর্কবার্তা জারি করছে। সর্বশেষ ঘটনাপ্রবাহে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের তেল আবিব শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের "অবিলম্বে সরে যেতে" সতর্ক করে দিয়েছিল। বিবিসি জানায়, আইডিএফের মুখপাত্র আভিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেন, "আগামী ঘণ্টাগুলোতে আমরা তেহরানের এ এলাকায় অভিযান চালাব, যেমন আগের দিনগুলোতেও রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে।"

এদিকে, সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল বলে জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু। হামলার বিস্তারিত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এই হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছিলেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও "অদৃশ্য হতে যাচ্ছে"।

এর আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহের একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়েছে এবং প্রাথমিকভাবে কয়েকজন রোগী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের ফারস ও তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত একাধিক ভিডিওর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, হামলায় কেরমানশাহে ফারাবি হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়েছে এবং বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনএন এসব ভিডিওচিত্র যাচাই করেছে।

তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ অভিযোগ করেন যে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আল-জাজিরার খবরে বলা হয়, বাঘাঈ বলেন, "হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন ও যুদ্ধাপরাধ। ইতিহাস বিচার করবে; এই (ইসরায়েল) শাসনের মিত্র ও পক্ষ অবলম্বনকারীদের জন্য চিরস্থায়ী লজ্জা অপেক্ষা করছে।"

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে