ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

ইসরায়েল-ইরান সংঘর্ষে নতুন মোড়

২০২৫ জুন ১৫ ১৫:০৭:১৩
ইসরায়েল-ইরান সংঘর্ষে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: টানা ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ইরান প্রথমবারের মতো শান্তির ইঙ্গিত দিয়েছে। রোববার (১৫ জুন) তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, "দখলদার বাহিনীর আগ্রাসন বন্ধ হলে, আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে।"

তিনি আরও বলেন, “যদি ইসরায়েলি হামলা বন্ধ হয়, তাহলে আমাদের তরফ থেকেও আর কোনও প্রতিক্রিয়া থাকবে না।” এই মন্তব্যের মাধ্যমে ইরান পরোক্ষভাবে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও, ইসরায়েলের পক্ষ থেকে এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এটি ছিল ইসরায়েলি হামলা শুরুর পর প্রথমবার কূটনীতিকদের সামনে ইরানের পক্ষ থেকে প্রকাশ্যে এমন মন্তব্য।

রোববারও হামলা অব্যাহত রেখেছে উভয় দেশ। ইসরায়েল দাবি করেছে, তারা পশ্চিম ইরানে আরও একটি সামরিক হামলা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, এই হামলায় ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরায়েলের বিমান বাহিনী হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণের পর ব্যাপক ধোঁয়া দেখা যায়। তবে ফুটেজটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে ইসরায়েলি হামলায় তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, একটি তেল ডিপো এবং জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। তবে হতাহত সংক্রান্ত বিষয়ে ইরান এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।

অন্যদিকে, শনিবার রাত ও রোববার ভোরে ইরান ভয়াবহ পাল্টা হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এতে কমপক্ষে ১২ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। ধ্বংস হয় বেশ কয়েকটি বসতবাড়ি। ইরান জানায়, তারা এই হামলায় নিজেদের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে