ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি শহর

২০২৫ জুন ১৫ ০৭:১৩:৫০
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি শহর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর হাইফা ও পাশের তামরা শহরে গভীর রাতে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে, এটি তাদের অভিযানের দ্বিতীয় ধাপ এবং এ পর্যায়ে ১০০টিরও বেশি ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে।

আল-জাজিরা ও ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, উপকূলীয় হাইফা ও তামরা শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিশেষ করে হাইফা শহরের একটি গ্যাসক্ষেত্র এই হামলার মূল লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এরোস্পেস ফোর্স এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস–৩’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি ইসরায়েল সরকারকে সরাসরি বার্তা দিতে বেসামরিক এলাকাও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই হাইফা ও কিরিয়াত এলাকায় বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে সতর্ক করা হয়েছে এবং বাজতে শুরু করেছে বিমান হামলার সতর্কতা সাইরেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই হামলাকে ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের অভিযানের সূচনা বলে ঘোষণা করেছে। টেলিভিশনের ঘোষণায় বলা হয়, “এই হামলা ইসরায়েলিদের ঘুম হারাম করে দেবে।”

ইরানের এই আক্রমণে ইসরায়েলের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত প্রকাশ পায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই আক্রমণ মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও উঁচুতে ঠেলে দিল।

মিরাজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে