ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আইসিসি হল অব ফেমে নারী ক্রিকেটার সানা মীর

২০২৫ জুন ১০ ১৯:৫৮:৫৩
আইসিসি হল অব ফেমে নারী ক্রিকেটার সানা মীর

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের কিংবদন্তি অফ-স্পিনিং অলরাউন্ডার ক্রিকেটার সানা মীর আইসিসি হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। মর্যাদাপূর্ণ তালিকায় তাকে প্রবেশকারী প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে পরিচিতি দিয়েছে। তিনি পাকিস্তানের অষ্টম ক্রিকেটার (৭ জন পুরুষ কিংবদন্তির পর) হিসেবে এই সম্মান অর্জন করলেন।

দীর্ঘ প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সানা ছিলেন পাকিস্তান নারী ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি টানা আট বছর পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে পাকিস্তান ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে দু'টি স্বর্ণপদক জয়লাভ করে।

অভিজ্ঞ এই ক্রিকেটারের ক্যারিয়ারে রয়েছে একাধিক রেকর্ড; ২০১৮ সালে তিনি আইসিসি ওডিআই বোলিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসেন এবং ১৫১ উইকেট নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি নারী ক্রিকেটার। তিনিই প্রথম এশিয়ান নারী যিনি ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

অবিসংবাদিত এই সম্মান পেয়ে সানা মীর আইসিসি এবং তার কোচ, সতীর্থ ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর তিনি নারী খেলোয়াড়দের অধিকার, মানসিক স্বাস্থ্য এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণের পক্ষে কাজ করে যাচ্ছেন। একজন খেলোয়াড় হিসেবে সানা মীর সত্যিকার অর্থেই পাকিস্তানি ক্রীড়াঙ্গনের গর্ব। তিনি শুধু পাকিস্তানের নয়, বরং বিশ্বের কোটি কিশোরী মেয়েদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক।

সোয়েব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে