ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশ-ভারতসহ ১৪ দেশকে সৌদি আরবের 'ওয়ার্ক ভিসা' স্থগিত

২০২৫ জুন ০৭ ১৮:৩৭:২৪
বাংলাদেশ-ভারতসহ ১৪ দেশকে সৌদি আরবের 'ওয়ার্ক ভিসা' স্থগিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ মৌসুমের কারণে অতিরিক্ত জনসমাগম এড়াতে বাংলাদেশ ও ভারতসহ মোট ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে 'ওয়ার্ক ভিসা' দেওয়া স্থগিত করেছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের সরকারি বার্তাসংস্থা পিটিআইয়ের সূত্রে শনিবার (০৭ জুন) বাসস খবরটি জানিয়েছে। 'ওয়ার্ক ভিসা' নিয়ে এই দেশগুলোর নাগরিকেরা সৌদি আরবে কাজ করতে যান।

সৌদি আরবের এই সাময়িক বিধিনিষেধের আওতাধীন দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজেরিয়া, লিবিয়া, কেনিয়া ও তুরস্ক। সরকারি সূত্র জানিয়েছে, হজের সময় অতিরিক্ত জমায়েত এড়াতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতেও সৌদি আরব ভারতসহ ১৪টি দেশের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন এনেছিল। তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার 'সিঙ্গল এন্ট্রি' ভিসা দেওয়া হবে। অর্থাৎ, ওই ভিসা দেখিয়ে একবারই সে দেশে প্রবেশ করতে পারবেন এই ১৪টি দেশের নাগরিক। ভিসার মেয়াদ হবে ৩০ দিন। অভিযোগ রয়েছে, এতদিন এই ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন, যার ফলে সেখানে ভিড় বাড়ত। এবার তা বন্ধ করার জন্য নতুন এই ব্যবস্থা চালু হয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে