ঢাকা, সোমবার, ১৬ জুন ২০২৫
Sharenews24

ক্রিকেটের শিরোপা উৎসবে ১১ মৃত্যু, দুই শীর্ষ কর্তার পদত্যাগ

২০২৫ জুন ০৭ ১৮:২৬:২৬
ক্রিকেটের শিরোপা উৎসবে ১১ মৃত্যু, দুই শীর্ষ কর্তার পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপনে ১১ জন ক্রিকেট সমর্থকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবশেষে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)-এর দুই শীর্ষ কর্মকর্তা।

ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা এবং গ্রেফতার অভিযানের মধ্যে কেএসসিএ-এর সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ইএস জয়রাম শুক্রবার (০৬ জুন) রাতে কেএসসিএ সভাপতি রঘুরাম ভাটের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, "গত দুই দিনে যে অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমাদের প্রত্যক্ষ ভূমিকা সীমিত হলেও, আমরা নৈতিক দায়িত্ব থেকে কেএসসিএর সেক্রেটারি ও ট্রেজারার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।"

এই ঘটনায় বেঙ্গালুরু পুলিশ শুক্রবার আরসিবি’র বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার এবং ভাইস প্রেসিডেন্ট (বিজনেস অ্যাফেয়ার্স) সুনীল ম্যাথিউকেও গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২ জুন আরসিবি’র প্রথম আইপিএল শিরোপা জয়ের আনন্দে যখন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হাজার হাজার সমর্থক ভিড় করে, তখনই ভক্তদের মাঝে পদদলিত হয়ে ১১ জন প্রাণ হারান এবং অনেকে আহত হন।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়ামে এই অনুষ্ঠান আয়োজনের জন্য তারা কোনো অনুমতি দেয়নি। তবুও আরসিবি ও তাদের ইভেন্ট পার্টনার ডিএনএ এন্টারটেইনমেন্ট একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল।

আসিফ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে