ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার নতুন সিদ্ধান্ত

২০২৫ জুন ০২ ১৮:৪২:০৭
বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির জানিয়েছেন, এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং খুব শিগগিরই পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২ জুন) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী জানান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে উভয় দেশ কাজ করছে। বাণিজ্য, বিনিয়োগ ও নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। এছাড়া খুব শিগগিরই দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (FOC) অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। আরামানথা নাসির বলেন, "রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এই ইস্যুতে ইন্দোনেশিয়া বাংলাদেশকে সমর্থন দেবে।"

পররাষ্ট্র উপমন্ত্রী বলেন, "ভূ-রাজনৈতিকভাবে দুই দেশ কাছাকাছি হলেও সম্পর্ক এখনো গভীর নয়। তবে ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে