ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যেভাবে হামাস নেতা সিনওয়ারকে হত্যা করে ইসরাইল

২০২৫ জুন ০১ ১৩:৪৬:৩০
যেভাবে হামাস নেতা সিনওয়ারকে হত্যা করে ইসরাইল

নিজস্ব প্রতিবেদক: হামাসের গাজাভিত্তিক প্রভাবশালী নেতা মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে দখলদার ইসরাইল।গত ১৩ মে ইসরাইলি সেনাবাহিনী গাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালের নিচে একটি ভূগর্ভস্থ অবকাঠামোতে হামলা চালায়, এতে নিহত হন মোহাম্মদ সিনওয়ার ও মোহাম্মদ সাবানেহসহ ২৮ জন ফিলিস্তিনি।

সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনী ওই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কথিত ভূগর্ভস্থ আস্তানা এবং সন্ত্রাসীদের ‘নির্মূল’র জন্য কীভাবে হামলা চালানো হয়েছিল তা দেখানো হয়েছে।

একটি থ্রিডি চিত্রে গাজার ইউরোপীয় হাসপাতাল দেখানো হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, হাসপাতালের নিচে একটি ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে। সুড়ঙ্গের মধ্য দিয়ে হেঁটে গেলে কমান্ড-এন্ড-কন্ট্রোল কম্পাউন্ড পাওয়া যাবে যা ‘হামাস যুদ্ধ নিয়ন্ত্রণ কেন্দ্র’ হিসেবে কাজ করত।

ইসরাইল সিকিউরিটিজ অথরিটি (আইএসএ) এর সহযোগিতায় আইডিএফ ‘কমান্ড-এন্ড-কন্ট্রোল কম্পাউন্ড’- এ উপস্থিত হামাস যোদ্ধাদের লক্ষ্যবস্তু করে অভিযান পরিচালনা করে।

আইডিএফ আরও জানিয়েছে, ‘ভূগর্ভস্থ অবকাঠামোটি ছিল বিস্তৃত এবং জটিল। এটিকে লক্ষ্যবস্তু করা সম্ভব হয়েছিল উন্নত প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা অধিদপ্তর এবং আইএসএর সাথে ঘনিষ্ঠ সহযোগিতা এবং দক্ষিণ কমান্ড এবং আইএএফের সুনির্দিষ্ট এবং কেন্দ্রীভূত পরিকল্পনার মাধ্যমে। ’

আইডিএফ আরও দাবি করেছে, ‘এই হামলায় হাসপাতালের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়নি। এটি কেবল মোহাম্মদ সিনওয়ার এবং মোহাম্মদ সাবানেহসহ হামাস সদস্যদের লক্ষ্য করে করা হয়েছিল। ’

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ‘হামলার আগে এবং চলাকালীন, বেসামরিক ক্ষতির ঝুঁকে কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল নির্ভুল অস্ত্রশস্ত্র ব্যবহার, আকাশ পর্যবেক্ষণ এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য। ’

আইডিএফের ভাষ্য, ‘সন্ত্রাসী উদ্দেশ্যে ব্যবহার করা হাসপাতালে এবং আশেপাশের বেসামরিক জনগোষ্ঠীকে নিষ্ঠুরভাবে শোষণ করার জন্য সামরিক বাহিনী হামাসের উপর হামলা চালিয়েছে। ’

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার ঘোষণা দিয়েছেন, হামাসের গাজার প্রধান মোহাম্মদ সিনওয়ারকে ইসরাইলি সেনাবাহিনী হত্যা করেছে।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটে তিনি আরও বলেন, ‘আমরা ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফ, ইয়াহিয়া সিনওয়ার এবং এখন মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছি। ’

ইসরাইলের সঙ্গে দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠতম সামরিক কমান্ডারদের একজন মোহাম্মদ সিনওয়ার ছিলেন বলে মনে করা হয়। তিনি ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই ছিলেন।

ইয়াহিয়া সিনওয়ার ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের চালানো হামলার মূল পরিকল্পনাকারী হামাস নেতা ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে ইসরাইলি হামলায় সিনওয়ার নিহত হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে