ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

সাপের কামড়েও টিকটক করতে ভুললেন না তানিয়া

২০২৫ মে ২৯ ২০:৩৫:৪১
সাপের কামড়েও টিকটক করতে ভুললেন না তানিয়া

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তালম ইউনিয়নের তানিয়া (১৫) স্থানীয় তালম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তার টিকটক ভিডিও করার শখ রয়েছে।

গত ২৫ মে রাত সাড়ে ৯টার দিকে নিজের বাড়ির বাথরুমে যাওয়ার সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। প্রথমে সে বিষয়টি গুরুত্ব না দিয়ে বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে টিকটক ভিডিও করে।

কিছুক্ষণ পর বিষক্রিয়া শুরু হলে সে তার মাকে জানায়। মায়ের চিৎকারে বাবা এসে ক্ষতস্থানের ওপর বাঁধন দিয়ে রাতভর স্থানীয় ওঝাদের কাছে নিয়ে গিয়ে বিষের চিকিৎসা করানোর চেষ্টা করেন। কিন্তু তার অবস্থা আরো খারাপ হওয়ায় ভোররাতে তানিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ততক্ষণে তানিয়া কোমায় চলে গিয়েছিল। তার বাবা আবু তাহের বলেন, “আমরা আল্লাহর নাম ছাড়া আর কিছু করার ছিল না।”

চিকিৎসকরা মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি শনাক্ত করে এবং তানিয়াকে জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনম দেয়। এর পর ধীরে ধীরে তানিয়া কোমা থেকে সুস্থ হয়ে ওঠে এবং দুই দিনের মধ্যেই তার জ্ঞান ফিরেছে।

বর্তমানে তানিয়া সুস্থ রয়েছে, তবে চিকিৎসকরা তাকে আরো কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে