ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি

২০২৫ মে ২৯ ১২:০২:১৭
উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি

নিজস্ব প্রতিবেদক: বেশ কিছুদিন ধরেই আলোচনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আর থাকা হচ্ছে না ফারুক আহমেদের। সেই গুঞ্জনই হয়তো সত্যি হতে চলেছে। দেশের একটি গণমাধ্যমে উঠে এসেছে, বোর্ডের সভাপতি হিসেবে ফারুক আহমেদের আর থাকা হচ্ছে না।

এ বিষয়ে ফারুক নিজেই বলেছেন, ‘উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। শুধু বলেছেন, আমাকে আর তারা ‘কন্টিনিউ’ করাতে চান না।’

এমতাবস্থায় কী করবেন, জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি বলেছেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। দেখা যাক, কী হয়।’

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নাজমুল হাসানের বোর্ডে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দেওয়া হয়।

তাদের পরিবর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীনকে এনএসসি তাদের নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে