ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫
Sharenews24

দেশের ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি

২০২৫ মে ২৬ ১৭:১৪:০৪
দেশের ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় দলের পোস্টার বয় সাকিব আল হাসান—যিনি এক যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটের নেতৃত্ব দিয়ে আসছেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মুখে। তবে, সম্প্রতি বিসিবির পক্ষ থেকে দেওয়া মন্তব্যে ভক্তদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

সাকিব আল হাসান শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে। সেই সফরের মাঝপথেই তিনি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। সে সময় তিনি জানিয়েছিলেন, দেশের মাটিতে অন্তত একটি বিদায়ী টেস্ট খেলতে চান। কিন্তু পরিস্থিতির কারণে সেটিও সম্ভব হয়নি।

এদিকে, ব্যক্তিগত কারণে এবং পরবর্তীতে বোলিং অ্যাকশন সংক্রান্ত জটিলতা ও নিষেধাজ্ঞায় পড়ার কারণে দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে থাকেন সাকিব।

সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (PSL)-এর মাধ্যমে আবারও মাঠে ফেরেন তিনি। তবে এই টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। তবুও, তার ভবিষ্যৎ নিয়ে বিসিবির পক্ষ থেকে এসেছে ইতিবাচক বার্তা।

২৬ মে সোমবার, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন,“সাকিব একজন বিশ্বমানের খেলোয়াড়। যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে।”

তিনি আরও যোগ করেন,“অ্যাকশন শোধরানোর পর সাকিব প্রথমবার পিএসএলে দুটি ম্যাচ খেলেছে। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর বলা যাবে জাতীয় দলে ফেরার সুযোগ আছে কিনা।”

এ মন্তব্য থেকে ইঙ্গিত মিলছে, বিসিবি এখনো সাকিবকে পুরোপুরি ছেঁটে ফেলেনি বরং সময় ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে “ওয়েট অ্যান্ড ওয়াচ” নীতি গ্রহণ করেছে। বিশেষ করে যেহেতু ২০২৬ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৭ বিশ্বকাপ সামনে রয়েছে, অভিজ্ঞ সাকিবকে ভবিষ্যতের পরিকল্পনায় রাখার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কেউ।

মুয়াজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে