ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫
Sharenews24

পাকিস্তানে জরুরি সতর্কতা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

২০২৫ মে ০৭ ১২:০৩:৪৯
পাকিস্তানে জরুরি সতর্কতা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের আজাদ অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হওয়ার পর উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তানজুড়ে। পরিস্থিতি বিবেচনায় ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনগণকে ঘরে থাকার এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) বিবিসি ও আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান এই পরিস্থিতিকে ‘সেনা প্রস্তুতির সময়’ হিসেবে বিবেচনা করছে। ভারতীয় হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনাবাহিনী।

অন্যদিকে, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ আল জাজিরাকে জানান,“জননিরাপত্তার কথা বিবেচনায় আগামীকাল সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আন্তর্জাতিক পরীক্ষাগুলো ছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।”

তিনি আরও বলেন,“প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয়। হাসপাতাল, উদ্ধারকর্মী ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকে জরুরি সতর্কতায় রাখা হয়েছে।”

মরিয়ম নওয়াজ আরও এক বিবৃতিতে বলেন,“আমরা শান্তি চাই, তবে সম্মানের সাথে। যদি কেউ যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে গোটা জাতি সেনাবাহিনীতে পরিণত হবে।”

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ভারতের হামলার জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। তিনি আরও জানান, কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। এই তথ্য তিনি মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে