ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবার পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প

২০২৫ এপ্রিল ৩০ ১২:১৬:১২
এবার পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন! তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত সবই ঠিক আছে। বক্তব্য দেখে মোটেও ঘাবড়াবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি; মূলত রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া দ্য পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, তিনিই ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হওয়ার জন্য তার ‘এক নম্বর পছন্দ।’ গতকাল মঙ্গলবার এক গণমাধ্যমকর্মীকে তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই।’ রসিকতা করার পরপরই কে আসলে এই দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত ব্যস্ত থাকা ছাড়াও ট্রাম্প একজন বিলিয়নিয়ার এবং তিনি তিনবার বিয়ে করেছেন। তাই ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় দুই হাজার বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর বর্তমানে নতুন আধ্যাত্মিক নেতার সন্ধান করছে। এই মাসেই মারা গেছেন পোপ ফ্রান্সিস।

ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার কোনো পছন্দ নেই। তবে তিনি যোগ করেন, ‘আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউইয়র্কের একটি জায়গা থেকে এসেছেন। তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।’

নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানকে ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে গণ্য করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র থেকে এর আগে কখনো কোনো পোপ আসেননি। আলোচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের পোপ হওয়ার এই অসম্ভব ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, এ কথা শুনে তিনি ‘উত্তেজিত।’

গ্রাহাম বলেন, ‘তিনি (ট্রাম্প) সত্যিই ডার্ক হর্স প্রার্থী হতে পারেন। তবে আমি পোপ নির্বাচনকারী কনক্লেভ এবং ক্যাথলিক অনুসারীদের এই সম্ভাবনাটি নিয়ে খোলা মনে বিবেচনা করতে অনুরোধ করব!’

তিনি আরও বলেন, ‘প্রথম মার্কিন পোপ, আবার একই সঙ্গে প্রেসিডেন্ট এই সমন্বয়ের অনেক সুবিধা আছে।’ এ সময় তিনি পোপ হিসেবে ট্রাম্পের জন্য একটি আনুষ্ঠানিক নামও প্রস্তাব করেন পোপ ‘ট্রাম্প এমএম-২৮!’

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে