ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

এশিয়াটিকের বিরুদ্ধে একের পর এক অভিযোগে মুখ খুললেন সারা যাকের

২০২৫ এপ্রিল ২৯ ২১:১৫:৫৯
এশিয়াটিকের বিরুদ্ধে একের পর এক অভিযোগে মুখ খুললেন সারা যাকের

নিজস্ব প্রতিবেদক: একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এশিয়াটিক থ্রিসিক্সটি এবং এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পরিচালকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে এশিয়াটিকের বিরুদ্ধে সোনার পদকে ভেজাল, সিআরআই-এর সাথে সম্পর্ক, স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং মুজিববর্ষ উদযাপনে দুর্নীতি, জয় বাংলা কনসার্ট আয়োজনে একচেটিয়া আধিপত্য এবং বিজ্ঞাপনী বাজার দখলের মতো নানা অভিযোগ তোলা হয়েছে। তবে গ্রুপ চেয়ারপারসন সারা যাকের এক বিবৃতিতে এসব অভিযোগকে ‘ভুল, ভিত্তিহীন ও বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেন।

তিনি জানান, সোনার ক্রেস্ট বিতরণে এশিয়াটিক শুধুমাত্র ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিল; ক্রেস্ট সরবরাহ করেছে অন্য প্রতিষ্ঠান। সিআরআই-এর সঙ্গে এশিয়াটিক বা ইরেশ যাকেরের কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না। মুজিববর্ষের মতো রাষ্ট্রীয় আয়োজনেও এশিয়াটিক প্রথাগত সরকারি দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়েই অংশ নিয়েছে এবং ন্যূনতম মূল্যায়িত প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।

বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগও মিথ্যা দাবি করে সারা যাকের জানান, দেশব্যাপী প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমেই তারা কাজ করে। জয় বাংলা কনসার্ট আয়োজনের সঙ্গে এশিয়াটিকের কোনো অঙ্গপ্রতিষ্ঠান কখনওই যুক্ত ছিল না। তাছাড়া, রাজনৈতিক কোনো দলের প্রচারণা বা আয়োজনে এশিয়াটিক কখনও কাজ করেনি বলে দাবি করেন তিনি।

সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সেলের নির্দেশে এশিয়াটিক গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান ও পরিচালনা পর্ষদের ৮ সদস্যের ব্যাংক হিসাব হঠাৎ করে জব্দ করা হয়। এ বিষয়ে কোনো নোটিশ বা পূর্ব সতর্কতা প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে তারা। ফলে ৭০০ অধিক স্থায়ী কর্মী ও ৪০০০ চুক্তিভিত্তিক কর্মী এবং পাঁচ শতাধিক ভেন্ডর প্রতিষ্ঠান বিপাকে পড়েছে।

দীর্ঘ ছয় দশকের যাত্রায় এশিয়াটিক বাংলাদেশে বিজ্ঞাপন ও কমিউনিকেশনস খাতে শীর্ষস্থানীয় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠাতা আলী যাকেরের দেখানো সততা, পেশাদারিত্ব এবং স্বচ্ছতার পথ অনুসরণ করেই তারা সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ নীতির বাইরে যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে