ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

বিনিয়োগকারীদের রক্তরক্ষণ অব্যাহত, কোন উদ্যোগেই মিলছে না সফলতা

২০২৫ এপ্রিল ২৯ ১৫:০৩:০৯
বিনিয়োগকারীদের রক্তরক্ষণ অব্যাহত, কোন উদ্যোগেই মিলছে না সফলতা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে টানা পতনের ধারা অব্যাহত রয়েছে। নানা উদ্যোগ গ্রহণ সত্ত্বেও বাজারে স্থিতিশীলতা ফিরছে না। বিনিয়োগকারীরা পড়েছেন চরম হতাশায়। প্রতিদিন সূচক পতনের সঙ্গে সঙ্গে ক্ষতির খাতায় যোগ হচ্ছে হাজার হাজার সাধারণ বিনিয়োগকারীর কষ্টার্জিত অর্থ।

বিনিয়োগকারীদের অভিযোগ, সরকার ও নিয়ন্ত্রক সংস্থা নানা সময় নানা ঘোষণা দিলেও বাস্তবে কার্যকর কোনো ফলাফল দেখা যাচ্ছে না। একদিকে আইটি অবকাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা ও বাজার মনিটরিংয়ে ঘাটতি, অন্যদিকে বড় পুঁজির প্রতিষ্ঠানগুলোও নিষ্ক্রিয়—ফলে বাজারে তারল্য সংকট আরও তীব্র হচ্ছে।

আজ (মঙ্গলবার) বিএসইসির চেয়ারম্যান চীনা স্টক এক্সচেঞ্জ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চীনা বিনিয়োগ আকর্ষণের কথা বললেও, দেশের অভ্যন্তরীণ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কার্যকর কোনো তাৎক্ষণিক পরিকল্পনার ইঙ্গিত মেলেনি। বিনিয়োগকারীদের অনেকেই বলছেন, বিদেশি বিনিয়োগকারীদের আহ্বানের আগে প্রয়োজন স্থানীয় বাজারকে স্থিতিশীল করা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের রক্ষা করা।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, শুধু বাহ্যিক সম্পর্ক জোরদার নয়, বরং বাজারে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো এবং প্রণোদনামূলক নীতিমালার দ্রুত বাস্তবায়নই হতে পারে রক্তক্ষরণ থামানোর কার্যকর উপায়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (২৯ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ১৭.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২.৯২ পয়েন্ট কমে ১ হাজার ৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ২৯১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৬টির, কমেছে ২১১টির এবং পরিবর্তন হয়নি ৫০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ১০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯ কোটি ২২ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৫ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ১৪.৪৩ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে